ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  • অন্যান্য

বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসাসেবা লায়ন্স ক্লাবের

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ । ৯৩ জন

রাজধানীতে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষের মাঝে ডায়াবেটিস চিকিৎসাসেবা এবং সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে ‘লায়ন্স ক্লাব’। শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টন মোড়ে হোটেল মেট্রোপলিটন সংলগ্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশের লায়ন্স ক্লাব অফ ঢাকা রিজেন্সির আমন্ত্রণে সাড়া দিয়ে এই প্রথম অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম, আগরতলা ও বাংলাদেশের লায়ন্স ক্লাব অফ ঢাকা রিজেন্সি, ঢাকা সাউথ ও লিও ক্লাব অফ ঢাকা রিজেন্সি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আশরাফ এইচ খান হীরা এম.জে.এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ লুৎফর রহমান এম.জে.এফ, ১ম ভাইস গভর্নর লায়ন ড. একেএম সরওয়ার জাহান জামিল এম.জে.এফ, ২য় ভাইস গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান এম.জে.এফ, লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল নুরের রহমান, ঢাকা রিজেন্সি ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম শামীম, ক্লাব সম্পাদক রাশেদুল ইসলাম, ক্লাব কোষাধ্যক্ষ মুক্তারুদ্দিন মতি, লায়ন, লিও ক্লাবের সদস্যবৃন্দ ও ঢাকা সাউথ এর প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ইমরানুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের ত্রিপুরা রাজ্য থেকে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের সম্পাদক এবং এই কর্মসূচির সমন্বয়কারী শ্রী প্রণব বনিক, ফোরামের কার্যকরী সভাপতি ডা. সুশান্ত কুমার সেন, সহ সভাপতি ডা. কৃষ্ণপদ দেবনাথ, কার্যকরী সদস্য ডা. দেবাশিষ নাথ, ডা. রনেন্দ্র কুমার বর্মন, ডা. ইন্দ্রজিৎ পাল, সদস্য শ্রীমতী লিপি, গুপ্ত সেন শ্রীমতী, মিনা ভৌমিক দেবনাথ, শ্রীমতী সীমা বর্মণ, শ্রী তপন শুক্ল বৈদ্য, শ্রী অনিন্দ্য সেন ও মিস স্পন্দিতা সেন সহ ১২ জনের টিম ঢাকায় এসেছেন।

ভারত ও বাংলাদেশের দুই সংগঠনের মাধ্যমে এই প্রথম বিনামূল্যে ডায়াবেটিস সচেতনতা ও রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় খুশি সাধারণ মানুষ। এ সময় সাধারণ পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের চিকিৎসাসেবা ও পরামর্শ নিতে দেখা যায়। তাদের দাবি এ আয়োজন যেন সবসময় অব্যাহত রাখা হয়। কর্মসূচির পাশাপাশি লিও ক্লাব অফ ঢাকা রিজেন্সি’র সদস্যরা পথচারীদের মাঝে বিভিন্নরকম সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

কর্মসূচি শেষে দুই দেশের চিকিৎসক ও সংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে ডায়াবেটিস নির্মূলে করণীয় বিষয়বস্তুসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।