ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ । ১৫২ জন

রাজধানীর বেইলি রোডে কাচ্ছি ভাই রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন।

ইতোমধ্যে এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন, শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২), জুয়েল (৩০)। তারা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত ৯টা ৫১ মিনিটের দিকে রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে দুই দফায় সপ্তম তলা থেকে নারী ও শিশুসহ অন্তত ১০ জনকে নামিয়ে এনেছেন। আরও বেশ কয়েকজন এখনো আটকে আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে।

রাত ১১টার দিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের তীব্রতা কমেছে। কিন্তু এখনো ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা থেকে প্রচণ্ড ধোয়া বেরোচ্ছে।