ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪

বেশি দামে পণ্য বিক্রি, সারাদেশে ১৪১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৭, ২০২৪ ৯:৩৮ পূর্বাহ্ণ । ৬১ জন

পবিত্র রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। এই বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। গত (১৬ মার্চ) শনিবার কৃষি বিপণন অধিদপ্তরের এ বেঁধে দেওয়া মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৫৫টি দল দেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

ভোক্তা অধিদপ্তর এ সময় ১৪১টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে।