ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  • অন্যান্য

ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২০, ২০২৩ ৯:০০ পূর্বাহ্ণ । ৩১৭ জন

প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। এসব কিট ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কিটগুলো বাংলাদেশে আসে। আজ বৃহস্পতিবার কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে এসবের পরীক্ষণ শুল্কায়ন করা হবে।

আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়ে গেছে। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ল্যাকটেড ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট সব অনুমতি নিয়ে এলসি খোলা হয়েছে। তার বিপরীতে আজই প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করে আনা হয়েছে। বর্তমানে কিটগুলো বন্দরের ভেতরে রয়েছে।