ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ভীমরুলের কামড়ে বাবা-মেয়ে ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ । ২৩ জন

ধোবাউড়ায় বন্যা হওয়ায় শনিবার দুপুরে দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম মেয়ে লাবিবা ও ছেলে সিফাতকে নিয়ে নৌকা দিয়ে বাঁশ ঝাড়ের নিচ দিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় বাঁশঝাড়ে বাসা বাঁধা তাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। এবং সিফাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ বছর বয়সি সিফাতের মৃত্যু হয়।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৫৫) এবং তার মেয়ে লাবিবা ৮ ও ছেলে সিফাত উল্লাহও ৫।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ধোবাউড়ায় বন্যা হওয়ায় শনিবার দুপুরে দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম মেয়ে লাবিবা ও ছেলে সিফাতকে নিয়ে নৌকা দিয়ে বাঁশ ঝাড়ের নিচ দিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় বাঁশঝাড়ে বাসা বাঁধা তাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। এবং সিফাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ বছর বয়সি সিফাতের মৃত্যু হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার আবুল কাশেম ও তার দুই সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।