ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪

ভোক্তা কষ্ট লাঘবে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে দেয়া হবে না : উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ । ৪৮ জন

ভোক্তার কষ্ট লাঘবে চাল, ডাল ছোলাসহ অত্যাবশ্যকীয় কোনো পণ্যের দাম বাড়তে দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, চাল-ডাল ছোলাসহ অত্যাবশ্যকীয় কোনো পণ্যের দাম বাড়তে দেয়া যাবে না, যাতে মানুষের কষ্ট হয়। রমজান সামনে রেখে ছোলা এবং তেল আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান ড. সালেহউদ্দিন।

তিনি বলেন, এরপর খেজুরও আমদানি করা হবে।