ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩

মনপুরায় উদ্ধার করা ৬০ কেজির কচ্ছপ মেঘনায় অবমুক্ত

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ । ১৪৯ জন

ভোলার মনপুরায় বিরল প্রজাতির প্রায় ৬০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে। আজ ২৪ ডিসেম্বর রবিবার দুপুরে পচা কোড়ালিয়া বিটের আওতায় বাসনভাঙ্গা বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ। পরে বিকেলে মনপুরায় দখিনা হাওয়া সি বিচ এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

রবিবার ভোর থেকে মেঘনা নদীতে বাসনভাঙ্গা বালুর চরে একটি কচ্ছপ আটকে আছে, জেলেদের মাধ্যমে এমন সংবাদ পায় বনবিভাগ। পরে পচা কোড়ালিয় বিটের টহল দল নিয়ে বাসনভাঙ্গা চরে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে পচা কোড়ালিয়া বিটে নিয়ে আসা হয়। অক্ষত থাকায় মনপুরা দখিনা হাওয়া সি বিচে মেঘনা নদীতে বঙ্গোপসাগরের মোহনায় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।