ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  • অন্যান্য

মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা আয়োজনের মাধ্যমে ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ । ৭০৪ জন

মানসিক স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়ন চর্চায় যুবকদের সংযুক্ত করার মত বিভিন্ন কার্যক্রম ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে বাংলাদেশের অন্যতম একটি যুব সংগঠন লাইট টু লাইফ। আজ শনিবার ১২ আগস্ট ২০২৩ “গ্রীন স্কিলস ফর ইয়ুথ : টুওয়ার্ডস এ সাসটেইনেবল ওয়ার্ল্ড” শিরোনামে সপ্তাহব্যাপী প্রায় দুই শতাধিক তরুণ-তরুণীকে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উপরে প্রাথমিক ধারণা প্রদান, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কিত সচেতনতা সভা, জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা আয়োজন করা হয়।

সামাজিক সংগঠন, সরকারি পৃষ্ঠপোষকতা এবং বিশ্বাস ভিত্তিক সংগঠনের যৌথ সমন্বয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ক্যালিডোস্কোপ ক্লাবের সহায়তায় তরুণ শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন লিভিং উইথ ওয়েলনেস-এর মনো-সামাজিক কাউন্সিলর সামিরা বিনতে জামান এবং আফরিন ইসলাম।

এছাড়া মিরপুর পোড়া বস্তিতে প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রাথমিক ডাক্তারি সেবা প্রদান করা হয়।

লাইট টু লাইফ এর প্রতিষ্ঠাতা ও কারিগরি পরামর্শক লাবিব তাজওয়ান উৎসব বলেন, যুবকদের ক্ষমতায়ন হল আমাদের অগ্রগতির প্রধান অগ্নি শিখা। তাদের এগিয়ে চলা আমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ এনে দিবে।