ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্র

মারা গেছেন হেনরি কিসিঞ্জার

পাবলিক হেলথ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ । ১৭৭ জন

মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) কানেকটিকাটের নিজ বাড়িতে মারা যান ১০০ বছর বয়সী কিসিঞ্জার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান এবং বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ আখ্যা দেওয়া হেনরি কিসিঞ্জার বাংলাদেশসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের মাঝে সমালোচিত ব্যক্তিদের একজন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাঙালি জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ চালাতে পাকিস্তানের কাছে অবৈধ অস্ত্র বিক্রির নির্দেশও দিয়েছিলেন হেনরি।

কিসিঞ্জারের জন্ম হয় ১৯২৩ সালের ২৭ মে, জার্মানির এক ইহুদি পরিবারে। জার্মানিতের ইহুদি-বিরোধী তৎপরতা বেড়ে গেলে তাদের পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যায়। হেনরি কিসিঞ্জার দীর্ঘ কর্মজীবনে মার্কিন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের অধীনে পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’ হলো তার গড়ে তোলা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা।