ফেনীর দাগনভূঞায় উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন তিন যুবক। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আরেকজনের মৃত্যু হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর বসুরহাট উপজেলার জুগিদিয়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে এসএসসি পরীক্ষার্থী অন্তর ঘোষ (১৮), বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে সৌরভ (২৩) ও কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২১)।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক দেলোয়ার হোসেন জানান, রাত ৮টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা ছ’মিলের গাছের সঙ্গে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়।
এছাড়া গুরুতর অবস্থায় অন্তরকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অন্তর ঘোষের মাশি (খালা) পিয়াঙ্কা ঘোষ জানান, তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল। পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় দুর্ঘটনায় তারা মারা যায়। তার বোনের একমাত্র ছেলের (অন্তর) এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন তারা।
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. সুজন জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনার পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে লাশ মর্গে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহতাবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।