ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪

ময়মনসিংহ-শেরপুর সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ । ৭৩ জন

ময়মনসিংহ-শেরপুর সড়কে যাত্রীবাহী একটি বাসও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যাক্তি অটোরিকশা চালক। ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানিয়েছেন, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর আশাবট গ্রামের করিম মাষ্টারের বড় ছেলে কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলু (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের শিশুপুত্র মো. সাদমান (৭) এবং তাদের আরো ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুর জেলার ঝিনাইগাতি খোয়ারপাড়গামী আদিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর বড়বিলায় পৌঁছালে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।