ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  • অন্যান্য

যমুনা নদীতে দৃশ্যমান ৪৯ স্প্যানের বঙ্গবন্ধু রেল সেতু

নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ । ১৩১ জন

যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। নির্মাণাধীন সেতুটির সব কটি স্প্যান বসানো হয়েছে। গত এপ্রিল থেকেই সেতুর ৪ দশমিক ৮ কিলোমিটারের পুরোটাই দৃশ্যমান। তবে অন্যান্য কিছু কাজ এখনো বাকি। আগামী ডিসেম্বর মাসের শেষ অথবা জানুয়ারির প্রথম দিকে সেতুটি উদ্বোধন করা হবে বলে সেতু কর্তৃপক্ষ জানান।

সেতু প্রকল্প পরিচালক আলফাত্তাহ মো. মাসইদুর রহমান বলেন, ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যান বসিয়ে সেতুর পুরো ৪ দশমিক ৮ কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান। এখন পর্যন্ত এই প্রকল্পে ৮৬ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ১৪ শতাংশ কাজ দ্রুতই সম্পন্ন করা হবে। সেতুর ওপর ডুয়েল গেজ রেললাইন বসানোর কাজ চলছে।

তিনি আরও বলেন, সেতুতে রেল লাইন নির্মান কাজ নভেম্বর নাগাদ শেষ হবে। এছাড়াও পূর্ব প্রান্ত টাঙ্গাইলে প্লাটফর্ম সহ অন্যান্য কাজ আগস্টে এবং পশ্চিম অংশ সিরাজগঞ্জে একি কাজ সেপ্টেম্বর, অক্টোবর নাগাদ শেষ হবে। শেষ হলে সেতুটি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হবে। সেতু নির্মানে ১৬ হাজার ৭৮০ কোটি টাকার ব্যয় ধরা হয়েছিলো। নির্ধারিত বরাদ্ধের মধ্যে সেতু নির্মান শেষ হবে। বরাদ্ধকৃত অর্থের মধ্যে জাপানের জাইকা ৭৫ শতাংশ এবং বাংলাদেশ সরকার ২৫ শতাংশ ব্যয় করবেন। ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যান বসিয়ে সেতুর পুরো ৪ দশমিক ৮ কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান।