ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

রমজানে রাজধানীর সড়ক সকালে ফাঁকা, বিকেলে যানজট

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ । ১১৬ জন

রমজান মাসে ঢাকায় যানজট হবে– এমন আশঙ্কা আগে থেকেই ছিল। শুধু নতুনবাজার থেকে কাকলী নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল দুপুরের পর গাড়ির চাপ বাড়তে থাকে। থেমে থেমে চলে সব গাড়ি। রমজানে যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নানা উদ্যোগ নিলেও গতকাল হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। প্রথম রোজায় সকালে রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা ছিল। তবে বিকেলে অফিস ছুটির পর যানজট বাড়তে শুরু করে।

বিকেল সাড়ে ৫টার দিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে সোনারগাঁও ক্রসিংয়ে যান। এ সময় তিনি বলেন, ‘নগরবাসী কর্মস্থল থেকে ফিরে যেন পরিবারের সঙ্গে ইফতার করতে পারে, সেজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সব থানার কর্মকর্তারা ট্রাফিক ব্যবস্থাপনায় রাস্তায় রয়েছেন।’ শাহবাগ-ফার্মগেট সড়কে গাড়ির চাপ নেই জানিয়ে তিনি বলেন, ‘মহাখালীর পর থেকে বিমানবন্দর পর্যন্ত গাড়ির চাপ তৈরি হয়েছে। গুলশান এলাকায় গাড়ির চাপ আছে। এ ছাড়া রাজধানীর অন্য এলাকায় তেমন চাপ নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোজার মাসে ফুটপাত যাতে নতুন করে দখল না হয়, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে দেড় ঘণ্টার ব্যবধানে সব অফিস-আদালতে কাজ শুরু হয়। বিকেলে অফিস ছুটি হয় কাছাকাছি সময়ে। এ কারণেই সকাল-বিকেলে যানজট তৈরি হয়। বিড়ম্বনায় পড়ে নগরবাসী। যাত্রীরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন গন্তব্যের উদ্দেশে। দুপুরের পর হানিফ ফ্লাইওভারে ঢাকামুখী গাড়ির চাপ তৈরি হয়। বাবুবাজারের যানজট ছড়িয়ে পড়ে তাঁতীবাজার, গুলিস্তান, পল্টনসহ আশপাশ এলাকায়। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, আজিমপুর এলাকায় ভোগান্তিতে পড়ে মানুষ। মহাখালী থেকে উত্তরা-আবদুল্লাহপুর সড়কে গতকাল বিকেল থেকে ছিল যানবাহনের চাপ।