ঢাকাসোমবার , ২০ মে ২০২৪

রাজধানীতে দ্বিতীয় দিনের মতো অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ । ১০৬ জন

আবারও দ্বিতীয় দিনের মতো অটোরিকশা চালানোর দাবিতে রাস্তায় নামেন চালকরা, এতে রাজধানীর রামপুরা, বাড্ডা ও শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা। তবে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

সোমবার (২০ মে) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে গতকাল রোববার (১৯ মে) রাজধানীতে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শটগানের গুলিতে এক ব্যক্তি আহত হন। রোববার বিকালে মিরপুর এলাকায় এসব ঘটনা ঘটে।