ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ । ২৭ জন

শ্রমিক দ্বন্দ্বের জেরে টানা ২৯ ঘণ্টা ধরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, গতকাল রাজশাহীর তিনজন চালককে চাঁপাইয়ে মারধর করা হয়েছে। তারদের মধ্যে হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮) আহত হয়। তাদের আছে মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা গতকাল সোমবার সমস্যার সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকদের সঙ্গে বসার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সমস্যার সমাধানের লক্ষ্যে সাড়া দেয়নি। উল্টো আমাদের রাজশাহীর তিনজন বাস চালককে মারপিট করেছে চাঁপাই শ্রমিক ইউনিয়নের লোকজন।

রাজিব হোসেন নামের এক যাত্রী জানায়, বাস চলাচল বন্ধের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। বাসের ভাড়া থেকে তারা ২০ থেকে ৩০ টাকা বেশি ভাড়া নিচ্ছে। আবার গাড়ি পুরো ভর্তি না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়ছে না। বাসের চেয়ে বেশি সময় লাগছে।

আন্তঃনগর বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ভেতরে টিকিটমাস্টার বসে আছেন। কিন্তু বাস চলাচল না করার কারণে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তাই বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা কম। এছাড়া গোরহাঙ্গা রেলগেট চাপাই বাস কাউন্টারে টিকিটমাস্টার নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাং লরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, সমস্যা সমাধানের জন্য মিটিং করছি। এখন কোনো কথা বলা যাবে না।