ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  • অন্যান্য

রেকার উল্টে পাটুরিয়ার ৫ নং ফেরিঘাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ । ১০৩ জন

রেকার উল্টে পাটুরিয়ার ৫ নং ফেরি ঘাটে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনায় আটকে পড়া ট্রাক উদ্ধারে গিয়ে ওই রেকারটি উল্টে যায়। এরপর ওই রুটে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট দিয়ে ঈদে ঘরে ফিরছে মানুষ। নেই যানজট কিংবা ভোগান্তি। সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- কাজিরহাট নৌরুটে যাত্রীর সংখ্যা কম থাকলেও, পশুবাহী যানবাহনের চাপ লক্ষ্য করা যায়।

জানা যায়, পাটুরিয়ার ৫নং ঘাটে একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে আটকে যায়। এ সময় বিআইডব্লিউটিসির রেকার দিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হয়। এতে রেকারটিও উল্টে যায়। এরপর থেকে ৫নং ঘাটতি বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, সকাল ৬টার দিকে পাটুরিয়া ৫নং ঘাট এলাকায় একটি ফেরিতে যানবাহন লোড দেয়া হচ্ছিল। এ সময় একটি ট্রাক ফেরিতে উঠতে গেলে আটকে যায়। ওই ট্রাকটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির রেকর ডাকা হয়। এরপর ট্রাকটি উদ্ধারের চেষ্টার সময় রেকারটি উল্টে যায়। এ সময় কেউ হতাহত না হলেও ৫ নং ফেরি ঘাটটি বন্ধ করা হয়। তবে ওই রেকারটি উদ্ধারের জন্য আরেকটি রেকার আনার চেষ্টা চলছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৩টি ফেরি, ৩৩টি লঞ্চ ও ৪১টি স্পিডবোট চলাচল করছে।