ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

রেমিট্যান্সপ্রাপ্তিতে বিশ্বে ৭ম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৮, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ । ১৩২ জন

২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়প্রাপ্তিতে শীর্ষ দশ দেশের মধ্যে ৭ম অবস্থানে থাকবে বাংলাদেশ। এ বছরে শেষে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২৩ দশমিক ৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে ২০২৩ সালে। যা শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশের তালিকায় ৭ম স্থানে উঠেছে বাংলাদেশ।

বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ ৩৯-এ এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাংকের তথ্যমতে, চলতি বছর দেশের রেমিট্যান্স প্রবাহে এখন ৭ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে।

প্রতিবেদন বলছে, ২০১৫ সালের বাংলাদেশ রেমিট্যান্স পেয়েছিল ১৫ বিলিয়ন ডলার। সর্বশেষ ২০২২ সালে পেয়েছে ২১.৫ বিলিয়ন ডলার।

বছরে শেষে জিডিপির অনুপাতে বাংলাদেশের রেমিট্যান্স দাঁড়াবে ৫.২ শতাংশে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালের শেষেও বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পাবে যুক্তরাষ্ট্র থেকে। রেমিট্যান্সের উৎস হিসেবে দ্বিতীয় স্থানে থাকবে সৌদি আরব।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, ২০২৩ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে রেকর্ড ১২.৪৬ লাখ কর্মী বিদেশে গেছে। গত বছর এ সংখ্যা ছিল ১১.৩৫ লাখ।

বিশ্বব্যাংকের তথ্যানুসারে, চলতি বছর শেষে বিশ্বব্যাপী মোট প্রবাসী আয় বেড়ে ৮৬০ বিলিয়ন হবে, যা আগের বছরের চেয়ে ৩ শতাংশ বেশি।

২০২৩ সালের রেমিট্যান্সপ্রাপ্তিতে প্রথম স্থানটি থাকবে ভারতের দখলে। এ বছর দেশটি ১২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেতে পারে।

আর রেমিট্যান্সপ্রাপ্তিতে দ্বিতীয় স্থানে থাকবে মেক্সিকো—দেশটি এ বছর মোট ৬৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেতে পারে।

৫০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়ে এ বছর তৃতীয় স্থানে থাকবে চীন। ফিলিপাইন থাকবে চতুর্থ স্থানে, দেশটি পাবে ৪০ বিলিয়ন ডলার।

রেমিট্যান্সপ্রাপ্তিতে এ বছর পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকবে মিসর ও পাকিস্তান। দুটি দেশই এবার ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাবে। ২৩ দশমিক ৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে ২০২৩ সালে। যা শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশের তালিকায় ৭ম স্থানে উঠেছে বাংলাদেশ।

আর নাইজেরিয়া ২১ বিলিয়ন, গুয়েতেমালা ২০ বিলিয়ন ও উজবেকিস্তান ১৬ বিলিয়ন যথাক্রমে,  রেমিট্যান্স নিয়ে অষ্টম, নবম ও দশম স্থানে থাকবে।