ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

শুধু বীমা গ্রাহক আনা নয়, গ্রাহক সেবা জরুরি: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ । ১৯৮ জন

সারাদেশে জীবন বীমা কোম্পানির গ্রাহক বাড়ানোর আহবান জানিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু বীমার গ্রাহক আনা বড় কথা নয়, প্রতিটি গ্রাহককে সেবা দেয়া জরুরি। আজ বুধবার (৬ মার্চ) কক্সবাজারে অনুষ্ঠিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জহিরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধসহ গ্রাহক সেবা দেয়ার মাধ্যমে প্রিমিয়াম আয় গত বছরের তুলনায় তিনগুণ বৃদ্ধি করার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রায় ৫ হাজার বীমা কর্মীর বর্ণাঢ্য এ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার (৬ মার্চ)। এতে সভাপতিত্ব করেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সভাপতির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে সরকার বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু করেছে। এই বীমার আওতায় সারাদেশে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষা বীমা করতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ব্যাংকাস্যুরেন্স চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বি এম ইউসুফ আলী বলেন, এখন থেকে ব্যাংকগুলো বীমা কোম্পানির এজেন্ট হয়ে পলিসি বিক্রি করবে। এর মাধ্যমে বীমার অগ্রগতি যেমন হবে, তেমনি বীমার গুরুত্ব আরও বাড়বে। এই সুযোগ কাজে লাগাতে পপুলার ইন্স্যুরেন্স এগিয়ে থাকবে বলে জানান তিনি।
আগামী ২০২৫ সালের মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সে ৫০ হাজার নতুন কর্মী নিয়োগ করার কথা জানান বি এম ইউসুফ আলী। বর্তমানে প্রায় ৫০ হাজার কর্মী এবং ১২ লাখ বীমা গ্রাহক রয়েছে পপুলার লাইফে। এ পর্যন্ত ৩৫ লাখ বীমা গ্রাহককে বীমা দাবি পরিশোধের কথাও জানান তিনি।