ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪

সড়কে গণপরিবহন সংকটে রিকশাই ভরসা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ । ৩৮ জন

সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে রাজধানীতে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। দু-একটি গণপরিবহন চললেও অফিস ও কর্মমুখীদের ভরসা এখন রিকশাতে।

রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কম। পথচারীও কম। সিএনজি চালিত অটোরিকশা চললেও তা হাতে গোনা। এ সুযোগে আধিপত্য বেড়েছে রিকশার।

মোহাম্মদপুর, ধানমন্ডি ও সায়েন্সল্যাব এলাকা ঘুরে দেখা যায়, গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভাড়া বেড়েছে রিকশার। কাউকে কাউকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

বেসরকারি চাকরিজীবী আসাদুল্লাহ আসাদ বলেন, ‘রিকশা ভাড়া বেশি চাচ্ছে। আমাদেরকেও যেতে হচ্ছে। অটোওয়ালারা ভাড়া আরও বেশি চায়। কিছু দূর হেঁটে, তারপর রিকশা নেব।’

ভাড়া বেশি চাওয়ার কারণ জানতে চাইলে রিকশাচালক জমির মিয়া বলেন, ‘ভাড়া বেশি নেই না। ঝুঁকি নিয়ে রিকশা চালাই। যাত্রীরা এমনিতেই খুশি হয়ে বেশি দেয় বা সামান্য বেশি দাবি করলেও তারা মেনে নেয়। অন্য কিছু তো চলতেছে না। যাত্রীও কম।’

এদিকে রাস্তায় কিছু বাইক রাইডারদের চোখে পড়লেও অন্যান্য দিনের তুলনায় সে সংখ্যা সামান্যই।