রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা। তবে এদিন সাধারণ মানুষের পাশাপাশি তাদের সঙ্গে দেখা গেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকেও। তাদের এমন কাজকে প্রশংসায় ভাসাচ্ছেন পথচারীরা। পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানান তারা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়কে সরেজমিন দেখা গেছে, ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ান বিএনসিসির ক্যাডেটরাসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা যায়, রাস্তায় সিগন্যালের পাশাপাশি ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলোর কাগজপত্র যাচাই-বাছাইও করা হচ্ছে। এদিন বেশিরভাগ পরিবহনেই পাওয়া গেছে নানা অনিয়ম। লাইসেন্স অথবা ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতেও দেখা যায় শিক্ষার্থীদের।
ছাত্র সমাজের এমন কাজকে প্রশংসায় ভাসাচ্ছেন পথচারীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়কে যানজট কিছুটা কমেছে বলছেন তারা।
কারওয়াজন বাজার মোড়ে শিমুল আহমেদ নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, আজকে ট্রাফিক ব্যবস্থা দেখে খুবই ভালো লাগছে। শিক্ষার্থীরা সুন্দর মতো ব্যবস্থাপনা করতে পারছেন। যানজট নেই। অন্য সময়ের তুলনায় অনেক অনেক ভালোভাবে সিরিয়ালমতো চলছে গাড়িগুলো। পথচারীদেরও সুন্দরমতো নির্দেশনা দেয়া হচ্ছে।
ট্রাফিক পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই, এমনটা মেনেই শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝে নেয়ার দাবিও জানান তারা।