ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪

সড়ক ধসে রাঙ্গামাটির দুই উপজেলা ও বান্দরবানে যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ । ২৪ জন

মৌসুমি বায়ুর প্রভাবে রাঙ্গামাটিতে গত দুইদিনে বর্ষণে রাঙ্গামাটি জেলা শহরের সাথে কাপ্তাই, রাজস্থলী উপজেলা, এবং বান্দরবন জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকলে কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে এ সমস্যার সৃষ্টি হয়। এতে এই সড়কে চলাচল করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছ।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, সড়কটির ধসে যাওয়ায় আপাতত কাপ্তাই রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ আছে। এ বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ আছে। তিনি বলেন, দুপুর থেকেই পে-লোডার পাঠিয়ে মাটি ভরাট করা হচ্ছে। দ্রুততম সময়ে যেন সড়কটি যান চলাচলের উপযোগী করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এ সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন চলাচল করে। এছাড়া রাঙ্গামাটি জেলার সঙ্গে বান্দরবানের যোগাযোগ সড়কও এটি।