সাতক্ষীরা থেকে যশোরগামী ট্রাকটি সাতক্ষীরাগামী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী মারা যান। অপর মোটরসাইকেল আরোহী হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে অবস্থা বেগতিক দেখে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলায় ছয়ঘোরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সাতক্ষীরা সদরের মুনজিতপুরের জামাল শেখের ছেলে জয় ও একই উপজেলার হাবিবউল্লাহর ছেলে সিহাবুজ্জামান।
জানা যায়, দুপুর ২টার দিকে সাতক্ষীরা থেকে যশোরগামী ট্রাকটি সাতক্ষীরাগামী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী মারা যান। অপর মোটরসাইকেল আরোহী হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে অবস্থা বেগতিক দেখে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।
সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।