ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩

সামাজিক কুসংস্কার কিশোর-কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় অন্যতম বাধা

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ । ২০৫ জন

সামাজিক কুসংস্কার কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে অন্যতম বাধা বলে মনে করেন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সচেতনতার অভাবের পাশাপাশি সমাজে ব্যাপক মাত্রায় নেতিবাচক ধারণা ও কুসংস্কার প্রচলিত আছে। এ অবস্থা পরিবর্তনের জন্য সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আজ ২৪ ডিসেম্বর রবিবার রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ে তরুণ সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক আয়োজিত মতবিনিময়সভার সমাপনী অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।

নাগরিক উদ্যোগ ও ‘অধিকার এখানে, এখনই’ কোয়ালিশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। আলোচনায় অংশ নেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন, বাপসার প্রকল্প ব্যবস্থাপক শামীমা আক্তার চৌধুরী, আরএইচএসটিইপির ডেপুটি ডিরেক্টর (প্রগ্রাম) ডা. এলিভনা মুস্তারি, অধিকার এখানে, এখনই প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমান, ঋতুর প্রতিষ্ঠাতা শারমিন কবীর প্রমুখ।

সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, দেশে কিশোর-কিশোরীদের সংখ্যা তিন কোটি ৬০ লাখের বেশি। যা মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ। কিন্তু তাদের সঠিকভাবে বেড়ে উঠতে অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সামাজিক বাধা আছে। ফলে দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী এক সংকটের মুখোমুখি।

অনুষ্ঠানে বক্তারা তরুণ সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক শিক্ষা সম্প্রসারণের জন্য সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সম্ভাব্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন স্টেকহোল্ডারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

[দৈনিক কালের কণ্ঠ]