ঢাকাশনিবার , ৬ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

সারাদেশে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ । ১২৭ জন

সারাদেশের সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের জন্য সব থানাকে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। এছাড়া তল্লাশিচৌকি ও টহল জোরদারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। গত শুক্রবার (৫ এপ্রিল ২০২৪) পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বান্দরবানের দুই উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে গতকাল পুলিশ সদর দপ্তর এই নির্দেশনা দিয়েছে। দেশের প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা ব্যাংকের নিরাপত্তা জোরদার করে।

এছাড়া তল্লাশিচৌকি টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে নিরাপত্তা জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।