ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩

সায়মা ওয়াজেদকে মেয়র এলাইন্স ফর হেলদি সিটি’র পক্ষ থেকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ । ১৯৯৬ জন

মেয়র এলাইন্স ফর হেলদি সিটির চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি যথাক্রমে রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা ও ধামরাই পৌরসভার মেয়র জনাব গোলাম কবির এক যৌথ বিবৃতিতে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে মনোনীত হওয়ায় অভিনন্দন জানান।

তাঁরা বিবৃতিতে বলেন, আমরা প্রত্যাশা করি, তিনি তিনি এই অঞ্চলে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যা অতীতেও তিনি করেছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর,২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা বাস্তবায়নে তিনি অগ্রসর ভূমিকা রাখবেন। স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার মাধ্যমে এসডিজি-৩ বাস্তবায়নে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে নেতৃত্ব প্রদান করবেন। আমরা তাঁর সাফল্য কামনা করছি। এবং একইসাথে এই কাজে তাকে সহযোগিতা করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।