ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  • অন্যান্য

সিগারেটের মূল্য বৃদ্ধিতে কোম্পানির মুনাফা বাড়বে

নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ । ৩২৬ জন

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন স্তরের সিগারেটের মূল্য বৃদ্ধিতে সরকারের রাজস্ব বাড়বে যেমন তেমনি বাড়বে সিগারেট কোম্পানির মুনাফা। কেমন হলো বাজেট ২০২৩-২৪ শীর্ষক বাজেটে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ড. আতিউর রহমান।

শনিবার ৩ জুন ২০২৩ দুপুরের উন্নয়ন সমন্বয় কার্যালয়ে সংগঠনের ইমিরিটাস ফেলো খন্দকার সাখাওয়াত আলীর সভাপতিত্বে বিদেশ থেকে ভাচুর্য়ালী অংশ নেন সাবেক এই গভর্নর।

তিনি বলেন, বিভিন্ন স্তরের সিগারেটের যে বর্ধিত দাম নির্ধারণ করা হয়েছে তাতে সিগারেট বিক্রি থেকে ৩৫ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আসবে। যা চলতি অর্থবছরের চেয়ে ৩ হাজার কোটি টাকা বেশি। তবে তামাক-বিরোধী গবেষক ও নাগরিক সংগঠনের প্রস্তাবনা বাস্তবায়িত হলে চলতি অর্থবছরের চেয়ে আরও ৯ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আসতো বলে জানান অর্থনীতিবিদ ড.আতিউর রহমান।

এছাড়ার অন্যান্য স্তরের তুলনায় নিম্ন স্তরের সিগারেটে কম শুল্ক থাকায় সিগারটে কোম্পানিগুলো বাড়তি প্রায় ২ হাজার কোটি টাকা পাবে বলে জানান ড.আতিউর রহমান। জর্দা ও গুলের মূল্যবৃদ্ধি ইতিবাচক বলেও জানান তিনি।