ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  • অন্যান্য

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ । ৫৪ জন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও উপজেলার শেলাচাপড়ী এলাকার মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১০ মে) শুক্রবার সকালে পাবনা- বগুড়া মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানান, শুক্রবার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের যুগ্নীদহ এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন মারা যায়। এ সময় অটোভ্যান চালক আহত হন।

তিনি জানান, বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী আরশেদ প্রামাণিক নিহত হন। আহত হন আরও পাঁচজন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।