ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলে সংঘর্ষে দুই কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ । ৩৩ জন

একটি মোটরসাইকেলে করে জাহাঙ্গীর ও মারজানসহ তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিলেন এবং শুভ নামের আরেক মোটরসাইকেল আরোহী বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠতে গেলে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সবাই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের মানিকপুর ইউপির কালিগঞ্জ বাল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলেন: সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব খরচটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৬) এবং একই ইউনিয়নের মানিকপুর গ্রামের এবাদুর রাহমানের ছেলে মারজান আহমদ (১৭)।

আহত দুজনের মধ্যে একজনের নাম শুভ। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে জাহাঙ্গীর ও মারজানসহ তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিলেন এবং শুভ নামের আরেক মোটরসাইকেল আরোহী বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠতে গেলে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সবাই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।