ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
  • অন্যান্য

সিলেটে যানজট নিরসনে পুনর্বাসন কার্যক্রম শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ । ৯৩ জন

বিভাগীয় পর্যটন নগরী সিলেটে ইদানীং যানজট চরম আকার ধারণ করেছে। এর অন্যতম কারণ যেখানে সেখানে হকাররা পসরা সাজিয়ে বসেছেন আবার শহরের বেশ কয়েকটি সড়কে এক সঙ্গে উন্নয়ন কাজ শুরু হওয়ায় উন্নয়ন যন্ত্রণায় ভোগছেন সাধারণ মানুষ। ফলে শহরে চলাচল করা দায় হয়ে পড়েছে। নগরবাসীর এই ভোগান্তি দূরীকরণে সিসিক ভরাট করা লালদীঘির অস্থায়ী মার্কেটে পুনর্বাসন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ রবিবার (১০ মার্চ) এ পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির উপস্থিত থাকার কথা।

নগরবাসী বলেছে, সিলেটের মূল শহরটি আয়তনে ছোট। আম্বরখানায়, হযরত শাহজালাল (র.) এর মাজার গেটের সামনে, মাদ্রাসা মাঠের উলটোদিকে এক সঙ্গে ও কাছাকাছি তিনটি প্রকল্প নগরবাসীর জন্য বেশি দুর্ভোগের কারণ হয়ে গেছে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, আসন্ন পবিত্র রমজানের আগেই সিলেট নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সে লক্ষ্যে দ্রুত অস্থায়ী মার্কেট প্রস্তুত করার জন্য ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বণ্টন করে দেওয়া হয়। কাজ শেষে রবিবার ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

তিনি বলেন, পর্যায়ক্রমে নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে নির্ধারিত স্থানে পুনর্বাসন করা হবে।