ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪

স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানীর কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ । ৯৭ জন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বেশ কয়েক দিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী কর্মজীবীরা। অফিস-আদালত, ব্যাংক, পুঁজিবাজার, শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। নির্বিঘ্নে কাজে ফিরেছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহনের চলাচল করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সড়কে রিকশা-সিএনজি ও ব্যক্তিগত বাহন ছাড়া গণপরিবহনের স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাট ও বিপণিবিতানও।

স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে ব্যাংকও। স্বাভাবিক নিয়মে কর্মকর্তারা গ্রাহকদের সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে সেবা প্রদান করছেন।

আজ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।