স্বাস্থ্যের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমের অপসারণসহ দুদফা দাবিতে অধিদফতর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর থেকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতর ঘেরাও করে এসব দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
দুদফা দাবিগুলো হলো- স্বাস্থ্য অধিদফতরের ডিজিসহ দুর্নীতিবাজ সব কর্মকর্তাকে দ্রুততম সময়ে অপসারণ করতে হবে এবং অবৈধভাবে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন পাওয়া সবকিছু বাতিল করতে হবে। দাবিগুলো মেনে না নিলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুমকিও দিয়েছেন তারা।
চিকিৎসকদের দাবি, গত ১৫ বছরের শাসনামলে স্বাস্থ্য অধিদফতরে সীমাহীন অনিয়ম দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে কর্মকর্তারা বিক্রি হয়ে অবৈধ নিয়োগ-পদোন্নতি দিয়েছেন। তাই বর্তমান ডিজিসহ সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, ‘বিগত কিছু বছর ধরে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়ে ক্যাডার পদগুলোতে ভিন্ন নিয়োগবিধির আওতায় নিয়োগপ্রাপ্ত এডহক ও প্রকল্প কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতি দেয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতকারী কর্মকর্তা। এ পর্যন্ত সহস্রাধিক অবৈধ পদোন্নতি, জনপ্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রায় পাঁচ শতাধিক অবৈধ পদায়নসহ স্বাস্থ্য অধিদফতরে অনিয়ম-দুর্নীতি চরম আকার ধারণ করেছে।’
চিকিৎসকরা অভিযোগ তোলেন, একদল চাকরিজীবী যারা তাদেরই নিয়োগবিধির শর্ত পরীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ না করে স্থায়ী হয়েছিল। অর্থাৎ তারা প্রথমবার প্রমার্জনা পেয়েছেন, যারা তাদের সমগ্র চাকরিজীবনে কখনও কোনো পরীক্ষা বা প্রশিক্ষণ নেননি, যারা বিসিএস অনুত্তীর্ণ হয়েও ক্যাডার হয়েছেন। এগুলো আমাদের স্বাস্থ্য ক্যাডারের সঙ্গে চরমতম অন্যায়। এই অন্যায় ও জুলুম আমরা মানি না, মানবো না।