রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে একটি ১১ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। আজ ২৪ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাপটি ছাড়া হয়। এর আগে সকালে একটি মুরগির খামার থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, সাপটি ১১ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২০ কেজি। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে জীবতলী আর্মি ক্যাম্প সংলগ্ন একটি মুরগির খামার থেকে অজগর সাপটিকে উদ্ধার করা হয়। পরে বনকর্মীদের নিয়ে সাপটিকে সংরক্ষিত অরণ্যে অবমুক্ত করা হয়।