ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪

১৩ ঘণ্টা পর টাঙ্গাইলের একই এলাকায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ । ২৫ জন

টাঙ্গাইলে ১৩ ঘণ্টা পর একই স্থানে আবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৭ জন। নিহত ওই ব্যক্তি ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। তিনি পূজা উপলক্ষে তার শ্বশুরবাড়ি সল্লা বেড়াতে এসেছিলেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় অরিন ট্রাভেলস নামের দ্রুত গতির একটি বাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

এর আগে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হতাহতরা সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজামণ্ডপ থেকে অটোরিকশাযোগে সল্লা ফিরছিলেন। পথে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস্ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ ৮ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে ১ জন নিহত হয়। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক আবিদ হোসেন খান জানান, হাসপাতালে নেয়ার পথে ১ জন নিহত হলে পরিবারের লোকজন তাকে তার সল্লার শ্বশুর বাড়িতে নেয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেয়া হলেও বাসের চালক পলাতক রয়েছে।