ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

১ জুন গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ । ১৬১ জন

আগামী ১ জুন গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ মে) গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ দিন গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌর স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১৭০৯ টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ২ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয়।

গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিবুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন।

এসময় জেলা ইপিআই সুপারিন্টেন্ট দীপক রঞ্জণ সরকার ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাসসহ জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।