ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  • অন্যান্য

২ সেতুতে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ । ১০৬ জন

পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটকবাহী বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন। আজ শনিবার (৯ মার্চ) সকালে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তায় হাজিপুর এলাকায় শেখ জামাল ও মহিপুরে শেখ রাসেল সেতুর ইজারাদাররা অতিরিক্ত টোল আদায় করছিলেন। অতিরিক্ত টোল আদায় করা এ উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী রফিকুল হাসান। অভিযোগের সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও জামালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, সেতু দুটিতে যাত্রীবাহী বাসের টোল ৯০ টাকা কিন্তু তারা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকার মেমো দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তবে ভাড়ার খাতায় ৯০ টাকাই দেখানো হচ্ছে। এ ঘটনায় ইজারাদারকে জরিমানা করা হয়েছে।