ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩

ঢাকায় প্রয়োজনের চেয়ে ৩ গুণ কম পার্ক ও খেলার মাঠ -বিআইপি

নিজস্ব প্রতিবেদক:
জুন ১৬, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ । ৩৩৩ জন

প্রতি সাড়ে ১২ হাজার মানুষের জন্য ২ একরের সমান খেলার মাঠ এবং ১ একর আয়তনের পার্ক থাকা জরুরি। কিন্তু বর্তমানে রাজধানীতে প্রতি ৩৮ হাজার মানুষের জন্য মাত্র ১ একর খেলার মাঠ বা পার্ক রয়েছে। যা বসবাসযোগ্য নগরীর জন্য খুবই নগন্য।

এমন বিশ্লেষণ তুলে ধরেছেন বাংলাদেশ ইনস্টিটিটউট অব প্ল্যানার্স(বিআইপি) এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। সম্প্রতি “২৮ বছরে রাজধানীর জলাধার ভরাট  এবং সবুজ নিধন : বাস্তবতা এবং উত্তরণের পথনকশা” শীর্ষক আলোচনায় এসব তথ্য তুলে ধরে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ২০২২ সালের তথ্য অনুযায়ী ৩০৫  বর্গ কিলোমিটারের এই মহানগরীতে বাস করে ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন। অথ্যাৎ প্রতি একরে ৩০০ থেকে ৮০০ মানুষ বাস করে। একটি আর্দশ বসবাসযোগ্য নগরীতে প্রতি সাড়ে ১২ হাজার মানুষের জন্য ২ একর সমান খেলার মাঠ ও ১ একর পার্ক থাকা উচিৎ। কিন্তু ঢাকার চিত্র  ভয়াবহ, কারণ এখানে ৩৮ হাজার মানুষের জন্য পার্ক ও খেলার মাঠ রয়েছে মাত্র ১ একর।  যা চাহিদার তুলনায় ৩ গুণের বেশি কম। আয়তনের বিবেচনায় ঢাকার কেন্দ্রীয় অঞ্চলের মধ্যে মাত্র দশমিক ৯ ভাগ। ইনস্টিটিটউট অব প্ল্যানার্স (বিআইপি) বলছে, অন্তত ঢাকা শহরে বাড়তি পার্ক প্রয়োজন ১ হাজার ৫৮২ একরের সমান।

ঢাকার দুই সিটি কর্পোরেশনে ১২৯ টি ওয়ার্ড রয়েছে। এরমধ্যে ৪১ টি ওর্য়াডে কোনো খেলার মাঠ নেই।  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ২৫১ একর পার্ক বা খেলার মাঠের জন্য জায়গা রয়েছে। বিপরীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ৩৪০ একর এলাকা পার্ক ও খেলার মাঠের জন্য রয়েছে। সুস্থভাবে শিশুসহ সব বয়সীদের বেড়ে উঠতে বিদ্যমান খেলাধূলার জন্য মাঠ ও পার্কগুলো সংস্কার করে মান সম্মত করার পাশাপাশি প্রতিটি আবাসিক এলাকায় নতুন নতুন মাঠ ও পার্ক করার তাগিদ দেন বিআইপি সাধারণ সম্পাদক  পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।