অবশেষে সাত দিন পর বেনাপোল স্থলবন্দর থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এসব বাস চলাচল শুরু হয়েছে।
বেনাপোল রয়েল ডাচ পরিবহনের ম্যানেজার জিয়াউর রহমান জানান, নৌ-পরিবহন উপদেষ্টা ও স্থলবন্দরের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে এখন দূরপাল্লার সব পরিবহনের এসি বাস চলাচল করবে।
বেনাপোল পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করে। স্বাভাবিকভাবেই চলছিল সব কার্যক্রম। হঠাৎ করে দূরপাল্লার যাত্রীদের গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেয় প্রশাসন ও পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ। এতে মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতের বিরোধ তৈরি হয়। এরপর গত ২২ নভেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, পরে পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নানের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষই সিদ্ধান্ত নেয় সব ধরনের পরিবহনের এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে চলাচল করবে। এই সিদ্ধান্তের ফলে বৃহস্প্রতিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক সজিব নাজির বলেন, ‘বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান আমাকে বেনাপোল বন্দরের চেকপোস্ট পরিবহন টার্মিনাল খুলে দেওয়ার জন্য বলেছেন। সেই নির্দেশনা মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে পুনরায় দূরপাল্লার সব পরিবহন বন্দরের চেকপোস্ট টার্মিনাল থেকে চলাচল করবে।’