ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
  • অন্যান্য

৮ বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ । ২১৫ জন

দেশে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ৩ হাজার ৪৩৩ কোটি টাকা ব্যয়ে দেশের ৮ বিভাগীয় শহরে পুর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন করবে সরকার। ঢাকা উত্তর, ময়মনসিংহ, রাজশাহী,রংপুর,খুলনা,বরিশাল,চট্টগ্রাম এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৮ টি আধুনিক এই চিকিৎসা কেন্দ্রগুলো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর।

সারা দেশে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাসেবা সম্প্রসারণ অংশ হিসেবে নেয়া এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই ক্যান্সার, কিডনি ও হৃদরোগ নির্ণয় এবং সময়মত আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। আধুনিক এসব হাসপাতাল নির্মাণের মাধ্যমে রোগীদের বিদেশে চিকিৎসা নির্ভরতা কমিয়ে আনা এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এতে রোগীর নিজস্ব তহবিল ব্যয় হ্রাস করা এবং দেশে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ৮টি হাসপাতাল নির্মাণের উদ্যোগের কথা জানান পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল(অব:) আব্দুস সালাম।

গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)সভায় স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্প সহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়িত হবে জুলাই ২০১৮ হতে জুন ২০২৫। জুন ২০২৩ পর্যন্ত ৩১৫ কোটি টাকা (১৩.২১% ) ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে, (ক) ৮টি আবাসিক ভবন (হাসপাতাল) নির্মাণ (খ) চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় (গ)আসবাবপত্র ক্রয় (ঘ) এমএসআর সামগ্রী (ঙ) কম্পিউটার ও আনুষঙ্গিক ক্রয় (চ) অফিস ও টেলিযোগাযোগ সরঞ্জাম এবং কম্পিউটার সফটওয়্যার ক্রয় (ছ) যানবাহন ক্রয় (অ্যাম্বুলেন্স) (জ)কন্টিনজেন্সি (প্রাইস+ফিজিক্যাল) এবং (ঝ) অন্যান্য (রাজস্ব ব্যয়)।