ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  • অন্যান্য

অবশেষে ডিম, মুরগি ও সবজির বাজারে ফিরছে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ । ১১৭ জন

গেল কয়েকদিনের তুলনায় রাজধানীতে যানবাহন চলাচল বেড়েছে। যান চলাচল বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে মুরগি ও ডিমের। সরবরাহ বাড়ার কারণে কমেছে দাম। তবে কাঁচাবাজারে সবজির দাম রয়েছে অপরিবর্তিত। বুধবার মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

ঢাকায় গাড়ি চলাচল শুরু হওয়ায় বেড়েছে মুরগি সরবরাহের পরিমাণ। কারওয়ান বাজারের ঘুরে দেখা যায় কেজি প্রতি সব ধরনের মুরগির দাম ১০ টাকা কমে ব্রয়লার ১৬০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের এক মুরগি ব্যবসায়ী বলেন, দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়াতে ঢাকায় মুরগির গাড়ি আসতে শুরু করেছে। তাই দাম কিছুটা কমেছে। বাজারে মুরগির পাশাপাশি কমেছে ডিমের দাম। ডিমের দাম ডজন প্রতি ১০ টাকা কমে ১৬০ টাকা বিক্রি হতে দেখা গেছে।

ডিম বিক্রেতারা বলছেন, দেশের আন্দোলন পরিস্থিতির জন্য আটকে থাকা গাড়ি চলাচল শুরু হওয়ায় ডিমের চালান আসছে, এতে কমতে শুরু করেছে দাম।

ডিম ও মুরগি দাম কমলেও চালের দাম অপরিবর্তিত। বিক্রেতারা বলেন, যানবাহন চলাচল শুরু করেছে তবে এখনো সেভাবে চাল আসা শুরু করেনি; তাই আগের দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেট ৭২ টাকা, আটাশ চাল ৫৮ টাকা, মোটা চাল ৫২ টাকায় বিক্রি করা হচ্ছে।

কাঁচাবাজার ঘুরে দেখা যায় সবজির দাম রয়েছে অপরিবর্তিত। বেগুন ৫০ টাকা, করলা ৬০, পটল, ঢেঁড়শ, ধুন্দুলের কেজি ৪০ টাকা, কাঁচা মরিচের কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙ্গা-মুলা ৩০ টাকা, পেঁপে-শসার কেজি ৩০, বরবটি ৭০, টমেটো ১৭০ টাকা কেজি। লাল শাক, পালং ও পাট শাকের আঁটি ১০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।