ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪
  • অন্যান্য

অবৈধভাবে মৎস্য খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২১, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ । ১৭৪ জন

সিরাজগঞ্জ লাইসেন্স ছাড়া ভারতীয় মৎস্য খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় একটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত (২০ মার্চ ২০২৪) বুধবার বিকেলে পৌর এলাকার শাহেদ নগড় ব্যাপাড়ীপাড়া গ্রামের গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড কারখানায় অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান। এ সময় অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের পাঁচিল গ্রামের জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা মৎস্য কর্মকতা মো. আনোয়ার হোসেন বলেন, ভারতীয় মৎস্য খাদ্য নিজেদের প্যাকেট জাত করা আইনত দ্বন্ডনীয় অপরাধ। অধিক মুনাফা করার জন্য তিনি ভারতীয় পশু খাদ্যের বস্তা থেকে তাদের গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড ভরে বাজারজাত করছিলেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান জানান, ভারতীয় মৎস্য খাদ্য গোপনে নিজেদের গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড মৎস্য খাদ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল জামিল হোসেন ও জাহাঙ্গীর আলম। অভিযোগের সত্যতা পেয়ে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ২০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সকল মালামাল জিম্বায় দেওয়া হয়েছে।