ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

আগামীকাল জাতীয় তামাকমুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ । ৬৯ জন

আগামীকাল জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর পক্ষ থেকে সারাদেশে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে ১১ টায় শাহবাগ, জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর উদ্যোগে একটি অবস্থান কর্মসূচীর আয়োজন করেছেন তারা।

তামাক কোম্পানিতে মাত্র ০.৬৪ শতাংশ সরকারি শেয়ারের অজুহাতে নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা এবং প্রশাসনযন্ত্রের সঙ্গে মিশে ব্যবসায়িক সুবিধা আদায়ের চেষ্টা করছে কোম্পানিগুলো। যা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করছে।

এছাড়া তামাক কোম্পানির পরিচালনা পর্ষদে সরকারের উদ্র্ধতন কর্মকর্তাদের অবস্থান তামাক নিয়ন্ত্রণ তথা জনস্বাস্থ্য উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক । অন্যদিকে তা জনগণের মনেও বিরুপ প্রতিক্রিয়া ফেলছে । যা তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক্ষেত্রে তামাক কোম্পানির আগ্রাসন থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় গণমাধ্যমসহ সকলের সম্মিলিভাবে এগিয়ে আসা প্রয়োজন।

তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ তামাক বিরোধী জোট প্রতিবছর বেসরকারিভাবে ৯ অক্টোবরকে জাতীয় তামাকমুক্ত দিবস হিসেবে উদ্যাপন করে আসছে তারা।

এ আন্দোলনের ধারাবাহিকতায় ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জাতিকে রক্ষায় সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ পাস করেছে।