ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

আগুনে পুড়ছে দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ । ৪ জন

দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন পর্বত এলাকায় আগুন লেগেছে। পর্বতের ঢাল এলাকায় অন্তত দুটি জায়গায় আগুন জ্বলছে যা ক্রমে কাছেই রাজধানী কেপটাউনের দিকে এগোচ্ছে। নিয়ন্ত্রণে কাজ করছে শতাধিক দমকলকর্মী। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে টেবিল মাউন্টেনের একাধিক জায়গায় আগুন লাগে। এরপর গত পাঁচদিন ধরে জ্বলছে এই আগুন। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার পরই এর নিয়ন্ত্রণে জোর তৎপরতা শুরু হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুদিনব্যাপী বৈঠক শুরু হওয়ার আগে তা আরও জোরদার করা হয়।

পর্বতাঞ্চল ও এর আশপাশের এলাকাগুলোর দেখভালের দায়িত্বে থাকা সাউথ আফ্রিকান ন্যাশনাল পার্কস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব রকম ব্যবস্থা ও উপকরণ ব্যবহার করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অন্তত ১১৫ দমকলকর্মী, ৪টি হেলিকপ্টার ও আরও দুটি বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এরই মধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে কেপটাউন ও টেবিল মাউন্টেন অঞ্চলে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। তীব্র উপকূলীয় বাতাসের কারণে এসব আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে।

২০২১ সালে টেবিল মাউন্টেনে ঘটে যাওয়া আগুন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। ওই অগ্নিকাণ্ডে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভবনগুলো পুড়ে যায়। ওই সময় কর্তৃপক্ষ আশেপাশের এলাকাগুলো থেকে মানুষজন সরিয়ে নিতে বাধ্য হয়।

টেবিল মাউন্টেন কেপটাউনের পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ। এটি ৫৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় ২ হাজার ২০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে ১ হাজার ৪৭০টি ফুলের প্রজাতি।