ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪

আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী, ভাঙনে নিঃস্ব ২০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ । ৬১ জন

বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ফেনীতে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজীতে তীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অন্তত ২০০ পরিবার। অন্যদিকে নোয়াখালীর কিছু এলাকায় এখনো জমে আছে নোংরা পানি। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পানিবাহিত রোগে আক্রান্ত ৩৪৮ রোগী।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও এখনো হাঁটু সমান নোংরা পানি। এতে নিজ বাড়িতে ফেরার অপেক্ষা বাড়ছে নোয়াখালীর বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের। আশ্রয়কেন্দ্রই বসবাস করছেন অনেকে। জেলার সেনবাগের ছাতারপাইয়া বিরাহিমপুর, বিজয়নগরসহ বেশ কয়েকটি এলাকায় ধীরগতিতে কমছে বন্যার পানি। একইসঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

টানা কয়েক সপ্তাহের বন্যার প্রভাব পড়তে শুরু করেছে স্বাস্থ্যেও। ছড়িয়ে পড়ছে চর্ম, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। শুক্র থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়া আক্রান্ত ৩৪৮ রোগী। আর সাপে কাটা রোগী ২০ জন।

এদিকে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের কাজীরহাটে ভিটেমাটি হারিয়েছে অন্তত ২০০ পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। শুধু ঘরবাড়ি নয়, ক্ষতি হয়েছে রাস্তাঘাটেরও।

ফেনীর একই ইউনিয়নের উত্তর চরসাহাভিকারী এলাকায় নদীর তীর অন্তত ৫০০ মিটার ভেঙে গেছে। ধসে পড়ার ঝুঁকিতে আছে ছোট ফেনী-নদীর বেড়িবাঁধ। এতে নদী ও বেড়িবাঁধের মাঝে অবস্থান করা পরিবারগুলোর সদস্যরা ভাঙন আতঙ্কে আছেন।