ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩

আজ বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকা ১৮তম

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৯, ২০২৩ ৬:৩২ পূর্বাহ্ণ । ২৪২ জন

বায়ুদূষণের শীর্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আজ বিশ্বে শীর্ষে। এ দূষণমাত্রার তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮। আজ বুধবার (১৯ জুলাই) সকাল ১০টা ৪১ মিনিটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দুবাইয়ের স্কোর হচ্ছে ১৮৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ এবং শহরটির স্কোর ১৭২। এর অর্থ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দূষণমাত্রার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। শহরটির স্কোর ১৫২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তালিকায় ১৮ নম্বরে রয়েছে রাজধানী ঢাকার নাম। এখানকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ৯৩ অর্থাৎ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।