ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  • অন্যান্য

আজ ব্যাংক থেকে তোলা যাবে সর্বোচ্চ এক লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ । ১১৯ জন

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে আজ। এ কারণে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এই সীমা শুধু আজকের জন্য কার্যকর থাকবে।

রাতে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম বলছে, এই মুহূর্তে দেশে কোনো সরকার নেই। আজ নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। এই সময়ে যাতে কেউ নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেয়া হয়।