ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪

আন্তঃনগর ট্রেন চালু, ভৈরবে ৫ শতাধিক হকার পরিবারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ । ২৪ জন

সারা দেশের মতো ভৈরবে আন্তঃনগর ট্রেন চালু হওয়ায় ট্রেন নির্ভর হাজার হাজার যাত্রীর মনে স্বস্তি ফিরেছে। একইসঙ্গে ট্রেনের চাকা ঘুরার সঙ্গে যাদের পেটের দুমুঠো আহার জুটে সেই হকারদের মাঝে এখন বিরাজ করছে স্বস্তি। ৫ দিন আগেও যেখানে ছিল সুনসান নীরবতা, এখন যাত্রীদের পদচারণা আর হকারদের হাঁক ডাকে মুখরিত ভৈরব রেলস্টেশন এলাকা।

জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে ১২ আগস্ট থেকে মালগাড়ি এবং ১৩ তারিখে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন এবং ১৫ তারিখ থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হয়েছে। ট্রেনের রেক ঢাকা না থাকায় ১৫ আগস্ট ভৈরবে বিকাল ৫টায় নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ও সন্ধ্যা ৭টায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর প্রভাতী যাত্রা বিরতি করে। তবে ছিল না যাত্রীদের তেমন সারা।

শুক্রবার সকাল থেকেই পাল্টে যায় চিত্র, ভৈরবে স্টেশনে যথা সময়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের স্টেশনে আসতে দেখা যায়। স্বাভাবিকভাবে ভৈরবে প্রতিদিন ৩৪ জোড়া ট্রেন চলাচল করে। তার মধ্যে ২২ জোড়া আন্তঃনগর ট্রেন রয়েছে, বর্তমানে সবগুলো ট্রেনই চলাচল করবে বলে জানিয়েছেন ভৈরব স্টেশন মাস্টার ইউসুফ মোল্লা।

ভৈরব রেলস্টেশন মাস্টার ইউসুফ মোল্লা জানান, কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার ১৬ আগস্ট সবগুলো ট্রেনই চলাচল করেছে। এখনো যাত্রীর চাপ আশানুরূপ নয়। তবে ধীরে ধীরে বাড়তে পারে।

উল্লেখ্য, ভৈরব দিয়ে প্রতিদিন ২২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে।