ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

আবাসিক এলাকায় আছড়ে পড়ল সামরিক বিমান, নিহত ৪৬

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ । ৫ জন

সুদানের ওমদুরমান শহরে উড্ডয়নের সময় আন্তনভ নামে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বাসাবাড়ির ওপর আছড়ে পড়ে ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। তাদের অবস্থাও গুরুতর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে ওমদুরমান শহরের ওয়াদি সেদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার।

কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয় ওমদুরমানের কারারি জেলার একটি বেসামরিক বাড়ির ওপর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়ায় বলে জানানো হয়েছে। তবে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে বাহার আহমেদ নামে সেনাবাহিনীর একজন মেজর জেনারেল রয়েছেন। তিনি খার্তুমের সেনার জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সুদান সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক ব্যক্তি রয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপণকারীরা। বিবৃতিতে বিমান দুর্ঘটনার কারণ বিস্তারিত জানানো হয়নি।

বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার পর বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।