ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ । ২২৬ জন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি না হওয়ায় ডিম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে ৪ কোটি ডিম আমদানির অনুমতির পর এবার আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছে।

তবে এই ৬ কোটি ডিম আগের ৬ প্রতিষ্ঠানই আমদানির করতে পারবে বলে জানানো হয়েছে। এ ৬ প্রতিষ্ঠান হলো, ১. Cheese Gallery, ২. Popular Trade Syndicate, ৩. M/S Ripa Enterprise, ৪. S M Corporation, ৫. BDS Corporation ও ৬. মেসার্স জয়নুর ট্রেডার্স।