ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ার আশ্রয়কেন্দ্রে গাছ পড়ে নিহত ৯, আহত ৮

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ । ৯ জন

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে তীব্র বৃষ্টি ও ঝড়ো হাওয়া থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন দর্শনার্থীরা। এসময় ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়ায় নয়জনের মৃত্যু হয়েছে। তবে আরও আটজন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রদেশের সোপ্পেং জেলার মাত্তাবুলু গ্রামের বুলু মাতানরে সাংস্কৃতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

সোপ্পেংয়ের পুলিশ প্রধান মুহ ইউসুফ উসমান এক লিখিত বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে মৃতের সংখ্যা নয়জন এবং আহত হয়েছেন আটজন।’ আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

প্রচণ্ড ঝড়ো বাতাসে পুরোনো গাছটি উপড়ে গিয়ে ছোট ঘরগুলোর ওপর পড়ে, যেখানে মানুষজন আশ্রয় নিয়েছিলেন।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধার কাজ শুরু করে।