ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত রিজওয়ান

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ । ১০২ জন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রহমান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ইস্টল্যান্ডের ২২৫ তম বোর্ড সভায় তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিজওয়ান রহমান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির একজন স্পন্সর ডিরেক্টর।

রিজওয়ান রহমান ২০২১ এবং ২০২২-এর সাবেক ডিসিসিআই সভাপতি ও ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ খাতের সঙ্গে সম্পৃক্ত।

গত এক দশকে বাণিজ্য ও শিল্প খাতে অবদানের পাশাপাশি রিজওয়ান রহমান, বোর্ড অব এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের দায়িত্ব পালন করেছেন।